• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নীলফামারীর ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ, বিগত দিনে আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্টরা কমিটিতে স্থান পাবে -জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ । সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার মামলার শীর্ষে : পরিবেশ উপদেষ্টা আদালত, প্রসিকিউশন, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কাজ করলে জনগণ ন্যায়বিচার পাবে : আইন উপদেষ্টা গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের : মামুনুল হক সাবেক এমপি মজিদ খান গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেয়া হবে না: প্রধান উপদেষ্টা সাঈদ খোকন পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক : / ৪৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপে হামলার প্রতিবাদে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গ্রন্থপাঠ রুখবে সাম্প্রদায়িকতা’ শীর্ষক প্রতিবাদ সভা করেছে পাঠাগার আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন। গত সোমবার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত গণগন্থাগারের কর্মী ও সংস্কৃতিকর্মীরা যোগ দেন।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো স্বাধীনতাবিরোধী, পাকিস্তানের প্রেতাত্মারা সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব ন্যাক্কারজনক হামলার ষড়যন্ত্র বন্ধ করে আপনাদের কোনো কথা থাকলে রাজপথে সংসদে এসে বলুন।

বঙ্গবন্ধুর বাংলায় কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, পাঠাগার আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে হবে।

সভায় বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার পরিষদের চেয়ারম্যান ও সভাপতি ইমাম হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের সহিংসতার যেন পুনরাবৃত্তি না হয় এজন্য অনেক বেশি নৈতিক গুণসম্পন্ন পাঠক তৈরি করতে হবে। পাশাপাশি প্রশাসনকেও শক্ত হতে হবে। পাঠক সমাজের এ আন্দোলনের ধারাকে অবশ্যই জারি রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইমাম হোসাইন, মহাসচিব জনাব নাসিম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডঃ মোজাফফর হোসেন, পুলিশের সাবেক এ আই জি জনাব মালেক খসরু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার, রংপুর জেলা কমিটির সভাপতি জনাব রেজাউল ইসলাম রেজা সহ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক, সকল বিভাগের সাংগঠনিক সম্পাদক গন ও বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ পাঠাগার আন্দোলনের সদস্য গন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা