গত বৃহস্পতিবার দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল পাকিস্তান। কোন বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে এটি ছিল পাকিস্তানের প্রথম জয়।
ভারতশাসিত কাশ্মিরের বাসিন্দা ওই ছাত্রদের বুধবার উত্তরাঞ্চলীয় শহর আগ্রার কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক পভিন্দ্রা কুমার সিং বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাদের বিরুদ্ধে ‘শত্রুর প্রচার’ ও ‘ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটানোর’ অভিযোগ আনা হয়েছে।
গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী গ্রুপগুলো রাজা বলবন্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের তিন ছাত্রকে গ্রেফতারের দাবিতে মামলা দায়ের করার পর তাদের আটক করা হয়েছে।
ভারতের বিপক্ষে পাকিস্তান জয়লাভের পর নিজের ওয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ‘আমরা জিতেছি’ লেখাটি পোস্ট করার দায়ে বুধবার উদয়পুরে আটক করা হয় শিক্ষিকা নাফিসা আত্তারিকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
এই ঘটনায় চাকরিচ্যুত হওয়া আত্তারি অবশ্য নিজের অপরাধ শিকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের একটি ভিডিওবার্তা তিনি এএফপির কাছে পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি একজন ভারতীয় এবং আমি আমার দেশকে ভালোবাসি। অন্যদের মতো আমিও মাতৃভূমি ভারতকে অনেক ভালোবাসি। আমি অচিরেই আমার ভুল বুঝতে পেরেছি এবং আমার পোস্ট প্রত্যাহার করে নিয়েছি।’
সূত্র : বাসস