• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

নির্বাচন কমিশন নামে শুধু একটা অফিস আছে : রিজভী

অনলাইন ডেস্ক / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘ক্ষমতায় আসার পর এই সরকার সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে। নির্বাচন কমিশন নামের শুধু একটা অফিস আছে। কিন্তু কমিশন নামের যে একটা সত্তা, তা তারা ভেঙে দিয়েছে।’

আজ শুক্রবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর গণতন্ত্রের কলঙ্ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম নিয়ে রিজভী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এখন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। জ্বালানি তেলের দাম বাড়লে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রভাব পড়বে। জিনিসের দাম বাড়ানোর কারণে চারদিক থেকে এত রাজনৈতিক দল প্রতিবাদ করছে, এর প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের তো পকেট ঠিকই ভারী হচ্ছে। তাদের আর দরকার কী। তাদের তো কানাডায় বাড়িঘর আছে।’

করোনা প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার বলছে শীতে করোনা বাড়তে পারে। অথচ এই সরকার যখন করোনা আসে, তখন কোনো উদ্যোগ নেয়নি। রাস্তাঘাটে মানুষ মারা গেছে, অথচ কোনো উদ্যোগ নেয়নি। আজকে ঠিকই করোনার কথা বলছে। ঢাকার বাইরে দুই একটা হাসপাতাল ছাড়া এখনো পর্যন্ত করোনার ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা