ময়মনসিংহের ফুলপুরে আগুন লেগে ১৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২ টা দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে এ আগুন লাগার ঘটনা আবুল কাশেম, সু শান্ত সাহা, অসিত শাহ, জিন্নাত আলী, রিপন মিয়া, জিয়া রহমান, অহিদুল, রব্বানী, সেকান্দর আলী, লৎফর রহমান, আজিজুল হক, খালেকুজ্জামান, রফিকুল ইসলাম , মকুল শাহ,নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, রবিকুল ইসলাম, লিয়াতক মাষ্টার। ১নং ছনধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দুপুর ২ টা দিকে কাশিগঞ্জ বাজারে এক কাপরের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।