গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সংসদীয় আসনের সাংসদ ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার উপজেলার কয়েকটি স্হান পরিদর্শন করেন। পরিদর্শনকৃত এলাকাগুলো হলো হরিপুরের নদী ভাঙ্গন কবলিত এলাকা কারেন বাজার ও মাদারী পাড়া এবং বামনডাঙ্গায় বিকাল ৩ টায় পল্লীবন্ধু হাসপাতাল পরিদর্শন শেষে তার দলীয় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা ও পল্লীবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন,গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশিদ সরকার,সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন,সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন,ধোপাডাঙ্গা ইউনিয়ন জাপা সভাপতি ও দলীয় প্রার্থী এটিএম মাহবুব আলম শাহিন,সোনারায় ইউনিয়ন জাপা সভাপতি ও দলীয় প্রার্থী আনছার আলী সর্দার,রামজীবন ইউনিয়ন জাপা সভাপতি ও প্রার্থী এটিএম এনামুল হক মন্টু,পৌর জাপার সাধারন সম্পাদক যোবাইদুর রহমান চাঁদ,বামনডাঙ্গা ইউনিয়ন জাপা সভাপতি ও দলীয় প্রার্থী জহুরুল ইসলাম বাদশা, শান্তিরাম ইউনিয়ন জাপা সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন,বেলকা ইউনিয়ন জাপা সভাপতি ও সাবেক উপজেলা যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা সহ ১৫টি ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে দোয়া পরিচালনা করেন জহুরুল ইসলাম বাদশা।