তার সঙ্গীদেরও দেখা গেল অদ্ভুত সব চেহারায়। এমনকি অন্যরকম ভাবে সেজেছিল মিথিলার মেয়ে আইরাও। উদ্দেশ্য হ্যালোইন উদযাপন। আর সেই ছবি আর ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী, সমাজকর্মী মিথিলা। প্রতিবছর ৩১ অক্টোবরের মৃত আত্মাদের স্মরণে পালিত হয় হ্যালোইন ডে। বিগত কয়েক বছরে পাশ্চাত্য ও প্রাচ্যে হ্যালোইন ডে পরিচিতি পেয়েছে। হ্যালোউইন ডে- র একদিন আগেই বন্ধু ও পরিবারের লোকজনকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন মিথিলা। তার সঙ্গে দেখা গেল সঙ্গীতশিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও তার সঙ্গীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েক-কে।