রবিবার (৩১ অক্টোবর) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নস্থ অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন সমাধিস্থলে ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক মজুুমদার, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, ক্রীড়া সম্পাদক মো: মীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল রানা মজুুমদার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মো: সালেহ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহযোগী সদস্য আয়াত উল্লাহ, কাজী কামরুল হাসান ভুট্টু, আক্তার হোসেন পারভেজ, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার লালমাই প্রতিনিধি অরুণ কৃষ্ণ পাল, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার লালমাই প্রতিনিধি গাজী মামুন, অনলাইন পোর্টাল আজকের লালমাই’র বার্তা সম্পাদক নাফিউজ্জামান প্রমুখ।