প্রতিবেদনে বলা হয়, নেবেনজিয়া বলেছেন, স্বীকৃতির প্রশ্ন উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হবে- তালেবান নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে। তাদের নেতাদের ওপর জাতিসংঘ এবং একতরফা নিষেধাজ্ঞার সমাধান করতে হবে তবে সম্ভবত এখনই নয়। আগস্টের মাঝামাঝি আফগানিস্তান দখলের পর সংবাদ সম্মেলন করে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেয় তালেবান। এর মধ্যে আছে নারী ও মেয়েদের মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লড়াই।