• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার : জামায়াত আমির চৌদ্দগ্রামে আঞ্চলিক সড়কে ট্রাক-সিএনজি-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষ স্বামী-স্ত্রী সহ নিহত ৩, আহত ৫ রাজধানীতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৫ জন আটক কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন একটি সিটের বিনিময়ে পতাকা বিক্রি নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লি উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী রাজনীতি হবে সাধারণ মানুষের — জনগণকে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান নাহিদ ইসলামের কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার, আব্দুল গফুর ভুঁইয়ার প্রচারণা

গণমাধ্যম মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সাহায্য করে: স্পিকার

অনলাইন ডেস্ক / ৫৬৫ Time View
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন কিন্তু দায়িত্বশীল গণমাধ্যমের কথা বলে গেছেন।

বর্তমান সরকার সবসময়ই দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতার পক্ষে। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া এখন স্বাধীনভাবে কাজ করছে। বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। গণমাধ্যম মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সাহায্য করে। তাই গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনা করতে হবে।

মুক্তিযুদ্ধ জাদুঘর-এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের আজ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত ‘বজলুর রহমান স্মৃতিপদক-২০২০ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রয়াত সম্পাদক ও সাংবাদিক বজলুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক রাজন ভট্টাচার্য এবং সাংবাদিক শাহনাজ শারমিনের নেতৃত্বে নাগরিক টিভি টিম-কে ‘বজলুর রহমান স্মৃতিপদক-২০২০’ প্রদান করা হয়।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জুরিবোর্ডের সদস্য ও টিভি ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যার পর এদেশের স্বাধীনতার ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালানো হয়। তাই স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সকলের কর্তব্য। সংবাদকর্মীরা নিয়মিতভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবন, মহান শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাসহ বিভিন্ন বিষয়ে নিবিড় গবেষণার মাধ্যমে প্রতিবেদন তৈরি করছেন, যা বর্তমান ও আগামী প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা