সোমবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও এলাকার জনসাধারণের উপস্থিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় আলতাফ হোসেন বেপারী তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্বোধনে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানলম ফখরুল আলম সমর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক অতুল, এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইম মোল্লা।
উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, তেঁতুলঝোড়া ১নং ওয়ার্ড সভাপতি নারায়ণ চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম তেঁতুলঝোড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ।