শনিবার (৬ নভেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও মূল্য পুননির্ধারণ করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল বিআরটিএর সাথে ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক করা হবে। এই সময়ে অন্যায়ভাবে কেউ যেন দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মন্ত্রী। এছাড়া পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি।