আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, কাবুলে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। দাশত-ই বারচি এলাকায় এ ঘটনা ঘটে। এ এলাকায় বসবাস করা অধিকাংশই হাজারা সম্প্রদায়ের মানুষ। এ হাজারা সম্প্রদায়ের সদস্যদের ওপর দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে আইএস জঙ্গিরা।
আফগান জার্নালিস্ট সেন্টার জানায়, বিস্ফোরণে যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি হচ্ছেন হামিদ সেইঘানি। তিনি একজন সুপরিচিত আফগান সাংবাদিক। হামিদ আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্কে কাজ করতেন। দুর্ভাগ্যবশত, আমরা আরও একজন রিপোর্টারকে হারালাম।
এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বিস্ফোরণের ঘটনায় মিনবাসে আগুন ধরে যায়। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সম্প্রতি দেশটিতে ধারাবিহকভাবে মসজিদে হামলার ঘটনা ঘটছে। এসব হামলার বেশকিছুর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।