রংপুরে বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা/২০২১ অনুষ্ঠিত। শনিবার (১৩ নভেম্বর) সকালে বাবু পাড়া সংলগ্ন মেঘনা পেট্রোল পাম্পের পাশে নিজস্ব কার্যালয়ের সামনে রংপুরে বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা/২০২১ অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সাধারন সভার কর্মসূচির মধ্যে ছিলো আসন গ্রহণ, পবিত্র কুরআন তেলোয়াত, ত্রি-বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ, নির্বাচন কালীন কমিটি গঠন, আলোচনা ও উন্মুক্ত আলোচনা এবং দোয়া করে কর্মসূচি শেষ।
আলোচনা সভা রংপুরে বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিদ্দিক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউল মিয়ার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রিয়াজ শহিদ, সভাপতি বাংলাদেশ ট্যাংকলরী ফেডারেশন ঢাকা শাহজাহান ভুঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তর বঙ্গের সভাপতি ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শাহজাহান সিরাজ, সভাপতি রংপুর জেলা ট্র্যাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রংপুরে বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নাসিম আহমেদ সনু, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ রওশন আলী, দিনাজপুর ফজলুল হক, কুড়িগ্রাম রিয়াজুল হক, সহ সভাপতি রংপুর শাকিল আহমেদ, সদস্য আলী আকবর শেখসহ প্রমূখ।
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে নির্বাচন কালীন কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।