• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জুড়ীতে বিজয়ী নৌকা ১ বিএনপি ২ স্বতন্ত্র ২

 আব্দুল হামিদ ,(জুড়ী)মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ / ৪০৬ Time View
Update : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

 
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে,গত ১১ নভেম্বর ২০২১ ইং।এতে কোনো ভয়াবহ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।এতে ৫ টি ইউনিয়নের মধ্যে ২ টিতে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী,২ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ১ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় লাভ করেছেন।উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন কেন্দ্রে নির্বাচন শুরুর সময় ৩৫০ টি ব্যালটে নৌকা মার্কার সিল মারা দেখতে পেয়ে ঔ সময় অন্যান্য প্রার্থীরা অভিযোগ দিলে তা আগুন দিয়ে পোড়ানো হয়।কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রিজাইটিং কর্মকর্তা তাদের আটক করে রাখেন।ভোট শেষ হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান হাজী মাছুম রেজা (ঘোড়া)। তিনি পেয়েছেন ৯৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুর রহমান (আনারস)।তিনি পেয়েছেন ৮০১০ভোট।এ দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ জায়েদ আনোয়ার চৌধুরী পেয়েছেন ৩০৭১ ভোট।সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর (নৌকা)।৭১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (ঘোড়া)।তিনি পেয়েছেন ৫২২৭ ভোট।গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৪৭১ ভোট পেয়ে বিজয়ী হলেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ূম (ঘোড়া)।তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত,৪ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন (নৌকা)।তিনি পেয়েছেন ৩৫০৩ ভোট।পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনফর আলী (ঘোড়া)। তিনি পেয়েছেন ৪৩৬৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত শ্রীকান্ত দাস (নৌকা)।৩৯৩৮ ভোট পেয়েছেন।পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম রুহেল (ঘোড়া)।তিনি পেয়েছেন ৪৭৫৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী,বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন (আনারস)।তিনি পেয়েছেন ৩০৮৮ ভোট।এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদির (নৌকা)।তিনি পেয়েছেন ১৫৪১ ভোট।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা