জাকীর হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি |: ফেরিসংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নৌপথের দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে রাজধানীমুখী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার ফোরলেন রাস্তার একপাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বিআইডবিøউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়। ঘাটপরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নৌরুটে ছোট ফেরির পাশাপাশি কমপক্ষে ১২টি রো রো (বড়) ফেরি সার্বক্ষণিক ভাবে সচল রাখা প্রয়োজন। কিন্তু বর্তমান বহরে রয়েছে মাত্র ৮টি রো রো (বড়) ফেরি। পাশাপাশি দুটি মিডিয়াম ও ছয়টি ইউটিলিটি (ছোট) ফেরি থাকলেও সেগুলোর ধারণ ক্ষমতা অনেক কম। একদিকে রো রো (বড়) ফেরির তীব্র সংকটে স্বাভাবিক গাড়িপারাপার ব্যাহত হচ্ছে, অপর দিকে রাজধানীমুখী অতিরিক্ত গাড়ির চাপ অব্যাহত থাকায় দৌলতদিয়া ঘাটে যানজট লেগেই থাকছে। এ অবস্থায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পঁচনশীল কাঁচামাল বোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরিপার করা হচ্ছে। অপঁচনশীল পণ্যবোঝাই ট্রাকগুলো ফেরির টিকিট সিরিয়ালে অপেক্ষায় থাকছে।
বিআইডবিøউটিসির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. শিহাব উদ্দিন বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রো রো (বড়) ফেরির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। ছোট-বড় ১৬টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে ঘাটে আটকে থাকা গাড়িগুলো দ্রæত পারাপারের জোর চেষ্টা চলছে।’