• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত “আলমগীরের স্বপ্নের বাগানের আম বিশ্ববাজারের পথে” সাংবাদিক শওকত আকবর’কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ডিবি’র এসআই কামরুলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৩ : গোপালগঞ্জে 

যেভাবে কাতারের টিকিট পাবে বাকি ১৯ দল

অনলাইন ডেস্ক / ৫২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

আগামী বছরের ২১ নভেম্বর কাতারে হবে বিশ্বকাপের ২২তম আসর। ৩২ দলের ১৩ দল এরই মধ্যে সেই আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি রইল ১৯ দল।

ইউরোপে কঠিন লড়াই

ইউরোপ থেকে মোট ১৩ দল বিশ্বকাপে খেলবে। এরই মধ্যে ১০ দল নিশ্চিত হয়ে গেছে। বাকি তিন দল যাবে প্লে-অফ থেকে। আর প্লে-অফে ইতালির সামনে পড়তে পারে পর্তুগাল। তাতে বাদ পড়তে পারে এ দুই দলের একটি। প্লে-অফে বাছাইয়ের রানার্সআপ ১০ দলের সঙ্গে নেশন্স লিগের দুই দল মিলে মোট ১২ দল লড়বে। সেখান থেকে তিন দল যাবে মূল পর্বে। বাছাইয়ে থাকা ছয় দলের মধ্যে রয়েছে ইতালি, পর্তুগাল, স্কটল্যান্ড, রাশিয়া, সুইডেন ও ওয়েলস।

এশিয়ায় পাঁচের পথে ইরান

এশিয়া থেকে মোট পাঁচ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। যেখানে আয়োজক হিসেবে কাতার সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি চারটি স্লট খালি আছে। যেখানে এগিয়ে ইরান। চারটি স্লটের মধ্যে তিনটি পূরণ হবে সরাসরি বাছাইয়ে। বাকি একটি প্লে-অফ থেকে।

আফ্রিকায় চোখ সালাহদের দিকে

এই অঞ্চল থেকে যাবে মোট পাঁচটি দল। ১০ দল প্লে-অফ পরীক্ষায় দেবে হোম অ্যাওয়ে ভিত্তিতে। যেখানে সবার নজর লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহর মিশরের দিকে।

কনকাকাফে কানাডার চমক

কনকা কাফ থেকে যাবে তিনটি দল। যেখানে সবাইকে চমকে দিয়ে এরই মধ্যে অনেকটা এগিয়ে কানাডা। ১৬ পয়েন্ট জোগাড় করেছে তারা। তাদের পরে আছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

ব্রাজিল-আর্জেন্টিনার পথে ইকুয়েডর

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে। আরও দুই দল সরাসরি যাবে। যেখানে প্রায় নিশ্চিত করে ফেলেছে ইকুয়েডর। বাকি দুই দলের একটি যাবে সরাসরি, এক দল প্লে-অফ দিয়ে।

ওশেনিয়া থেকে সবার শেষে

আগামী বছরের মার্চে তারা বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য লড়বে। যেখানে নিউজিল্যান্ডের সম্ভাবনা রয়েছে। মোট ১১ ম্যাচ থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে চারটি। সেখান থেকে হোম অ্যাওয়ে ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল। এরপর জয়ী দল যাবে বিশ্বকাপের মূল পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা