সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পরীমনি। নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের ছবি নিয়মিত পোস্ট করার পাশাপাশি নিজের অনুভূ’ত ির কথাও লিখে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করে স্টাট্যাস দিয়েছে পরীমনি।
ফেসবুকে পরীমনি লেখেন, জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাধ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাধ পেতে হলে চেটেই খাও। তোমা’র ঠোঁট ,জিভ, দাঁত ,গলা, চিবুক আর তোমা’র পাকস্থলীকে টের পেতে দাও এর হিম!
পরীমনি আরও লেখেন, জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাধ ধরে! তাই তাকেও এর কান্না , দুঃখ ,’হতাশা ,আনন্দ ,বেদনা ,ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন..!
এ বি’ষয়ে জানতে পরীমনি বলেন, লেখাটা ভালো না মন্দ হয়েছে তা জানি না। আমা’র কাছে মনে হয়েছে, মানুষের জীবন উপভোগ করার। সেই অনুভূ’ত ি লিখে প্রকাশ করেছি।
উল্লেখ্য, এবারের কুরবানির ঈদে এফডিসিতে বেশ কয়েকটি গরু কুরবানি করে দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছেন তিনি। ফের অ’ভিনয়ে ফিরেছে হালের এই নায়িকা। কয়েকদিন আগে শুটিংয়ের কাজে দুবাই গেছেন তিনি।