অনুষ্ঠানে সাইফের কাছে প্রশ্ন রেখেছিলেন কপিল। তার জবাবে সাইফ বলেন, ‘না। পরিবারের সদস্য বৃ’দ্ধির চাপে বেশি কাজ করছি না। আমা’র ভয়টা অন্য। আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে নির্ঘা’ত আমা’র আরও সন্তান হবে।’ সাইফের জবাব শুনে হেসে গড়াগড়ি খান কপিলসহ উপস্থিত সবাই। ২০১২ সালের ১৬ অক্টোবর জনপ্রিয় অ’ভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আব’দ্ধ হন বলিউডের এ সুপার স্টার। ২০১৬ সালে তাদের সংসারে আসে তৈমুর আলী খান। গত ফেব্রুয়ারি মাসে আবার বাবা হয়েছেন সাইফ। এর আগে প্রথম স্ত্রী অমৃ’তা সিংয়ের ঘরেও সারা আলি খান, ইব্রাহিম আলি খান নামে তার দুই সন্তান রয়েছে। ‘বান্টি অউর বাবলি ২’ ছবির প্রচারে রানি মুখার্জির সঙ্গে কপিলের অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। এই ছবিটি মুক্তি পাবে শিগগিরই।