আজ (২১) নভেম্বর রবিবার ঘোরাদিগার ধনু নদীতে ভোরে স্থানীয়রা নদীতে মাছ ধরতে গেলে, তিন নদীর মহড়ায় লাশ ভাসতে দেখে নিকলী থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে নিকলী থানার এস,আই, আনিসুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মইজ উদ্দিনের মৃত দেহ মাথায় ডান হাত ও উরোতে দায়ের কুপের চিহ্ন রয়েছে। (২৮) নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খুনের ঘটনায় এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা সমীকরণ। এ খুনের বিষয়ে নিকলী থানার অফিসার্জ ইনসার্জ মোঃ মুনসুর আলী আরিফ ইনকিলাবের এ প্রতিনিধিকে জানান লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। বাদীর মামলা সাপেক্ষে তদন্ত পুর্বক অপরাধী যেই হউক তাকে আইনের আওতায় আনা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।