উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুর কারমাইকেল কলেজ পরিদর্শনে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি। এর আগে রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন কর্মশালায় গতকাল ২০ই নভেম্বর শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অঞ্চলটির জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি। এসময় শিক্ষা মন্ত্রী গণমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন…দেশের শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে,এতে করে কর্মজীবনে প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন। এরপর বিকালে রংপুরের ঐতিহাসিক কারমাইকেল কলেজ পরিদর্শন করা শেষে ঢাকায় ফিরতে সন্ধ্যায় সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে রংপুর ছাড়েন।।