• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশনের শতবর্ষ পুর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি

অনলাইন ডেস্ক / ৬৫৫ Time View
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

শামসুন্নাহার বেগম রুমা। চট্রগ্রাম সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশনের ১০০ বছরপূর্তি, বিশ্বনাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে শংকর মঠ ও মিশনের যুব কমিটির যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০ নভেম্বর ২০২১ গত শনিবার বিকাল চারটায় শংকর মঠ ও মিশন কর্তৃক আয়োজিত উক্ত যুব সম্মেলনে সভাপতিত্ব করেন, শ্রীমৎ তাপনানন্দ গিরি মহারাজ,সঞ্চালনা করেন,প্রফেসর কেশব কুমার চৌধুরী।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে ড.হাসান মাহমুদ বলেন,এদেশের সকল ধর্মাবলম্বীরা সহাবস্থানে থেকে নিস নিস ধর্ম কর্ম পালন করে আসছে।এটি সহ্য করতে না পেরে একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মের দোহায় দিয়ে অপকর্মে লিপ্ত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী,শ্রী অজিত কুমার শীল,সঞ্জয় প্রসাদ মল্লিক, বিমল চন্দ্র নাথ, কাউন্সিলর শফিউল আলম চৌধূরী মুরাদ,দুলাল চন্দ্র দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা