আবশেষে বই পড়া গুণজন সেটি এক সাথে সুর মিলেয়ে বই পড়া এভাবে বই পড়া উৎসাহিত হলে বই পড়া বাড়বে সরা বাংলাদেশে। উপকৃতি হবে দেশ ও জাতি এরা আগামী কালের দেশের ভবিষৎ। বাংলাদেশের সবচাইতে বই পড়া ইতিহাস গড়ল বাজিতপুর স্কুল শিক্ষাথীরা। এর আগামি দিনে ভবিষৎ ও ওদেরকে সুযোগ দেওয়া হক। সরকার যদি বই পড়া দিবস হিসাবে পালন করতে পারে এই দাবী করছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিমদ্দিন বিশ্বাস, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ হেলালদ্দীন আহমদ, বাজিতপুর উপজেলা নির্বাহী ভাস্কর দেবনাথ বাপ্পি, বাজিতপুর পৌরসভা মেয়র জনাব মো: আনোয়ার হোসেন ও গণ্যমান্য উপস্থিত ছিলেন।