বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ; যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি।
ডা. জাফরুল্লাহ আরও জানান, খালেদা জিয়া কখনও কখনও রক্ত বমি করছেন। অতি দ্রুত তাকে বিদেশে নেয়া না হলে, পরিস্থিতি কী হবে সেটা বলা মুশকিল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।