চট্টগ্রাম নগরীর সাগরিকা বিসিক শিল্প এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল গ্রিস ইন্ডাস্ট্রিক নামে একটি কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্র পাত্র হয়।
আজ শুক্রবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আট টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন, সাংবাদিকদের, তাছাড়াও কোন শ্রমিকের ক্ষয়ক্ষতি হয়নি শুক্রবার বন্ধের দিন হওয়াতে।
ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, কারখানাটির প্রোডাকশন সাইডে অনেকগুলো পুড়া মুবিলের ড্রাম ছিল। সেখানে শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয় পরবর্তীতে কারখানায় ছড়িয়ে পড়তে শুরু করে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। গ্রিস কারখানার ম্যানেজার মোহাম্মদ এনাম বলেন, প্রায় সাড়ে তিন কোটির টাকা মত ক্ষয়ক্ষতি হয়।