গত সেপ্টেম্বর মাসে নিজেকে বিয়ে করেছিলেন ক্রিস। সাও পাওলোর গির্জায় বসেছিল বিয়ের আসর। একটু খোলামেলা পোশাক পরেই ক্রিস বিয়ে করতে এসেছিলেন। গির্জার সামনে ফুল হাতে ছবিও দিয়েছিলেন। যেমন বিয়ের পর নবদম্পতি দিয়ে থাকেন। তার পর থেকে ৯০ দিনও কাটল না। নতুন বিয়ের মধুচন্দ্রিমা পর্বই শেষ হওয়ার কথা নয় এখনও। এরই মধ্যে ক্রিস জানিয়েছেন, তার বিচ্ছেদ চাই। কারণ, তিনি বিশেষ একজনের প্রেমে পড়েছেন। তবে এই বিশেষ এক জনটি কে? ক্রিস তা জানাননি।
তিনি বলেছেন, ‘যত দিন সম্পর্কটা ছিল আমি বেশ সুখীই ছিলাম। তবে বিশেষ এক জনের সঙ্গে দেখা হওয়ার পর আমি আবার নতুন করে প্রেমে আস্থা ফিরে পেয়েছি।’
যদিও সেপ্টেম্বরে আত্মপ্রেমে মগ্ন ক্রিস জানিয়েছিলেন, ‘আমি আসলে এতদিন একাকীত্বকে ভয় পেতাম। কিন্তু এত দিনে বুঝেছি নিজেকেও ভালোবাসতে শেখা উচিত। আর এটা বুঝেছি বলেই আমি নিজেকে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’