সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর বলেন, ‘আমি বরাবরই পরিবার ও বাচ্চা চেয়েছি। শিশু দত্তক নিয়েও যে এটা সম্ভব তা বুঝতে পেরেছি। আমি অনেক খোঁজ খবর নেওয়ার পর দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেছি কয়েকজন অভিভাবকের সঙ্গে যারা দত্তক নিয়েছেন। ’
শোনা যাচ্ছে ইতোমধ্যে নাকি সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথারিটি-র কাছে সন্তান দত্তকের নেওয়ার জন্য আবেদনও করেছেন স্বরা। স্বরা জানান, ‘জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’-তিন বছরও লাগতে পারে। তবে আমি মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’
বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন স্বরা। মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রী অভিনীত সমকামী প্রেমের গল্পের ‘শির কোরমা’। সিনেমাটি দিয়ে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন স্বরা।