আটককৃত হেলাল রাঙ্গাবলী উপজেলার মৌডুবি ইউনিয়নের কাজীকান্দা গ্রামের বাসিন্দা মৃত নাসির উদ্দিন হওলাদারের ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, শুক্রবার (২৬-নভেম্বর-২০২১ ইং) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা হইতে ৩০ কিলোমিটার দূরে ফেলাবুনিয়া লঞ্চ ঘাটে সকাল ৫.২০ মিনিটের সময় ঢাকা-কলাপাড়া এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে ৪ হেলাল হাওলাদার (২৬) নামের এক যুবকে আটক করা হয়। এসময় আটককৃত হেলালের দখল হতে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন,পুলিশের এ মাদক অভিযান কার্যক্রম অব্যাহৃত থাকবে বলে জানান।