পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ ওভার খেলে বাংলাদেশ করেছে ১৮৬ রান। হারিয়েছে ৪ উইকেট।
ক্রিজে আছেন লিটন দাস (৬৭, ১৫২ বল) ও মুশফিকুর রহিম (৬৫, ১৩৭ বল)।
বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়েছে প্রথম সেশনে। কাকতালীয় হলেও সত্য। তিনজনের রানই ১৪। শুধু রান নয়, এর মিল আছে দুই জুটিতেও। সব মিলিয়ে ১৪-এর ছড়াছড়ি।
প্রথম বিদায় নেন সাইফ হাসান। শাহিনের বলে সাজঘরে ফেরার আগে সাইফ করেন ১২ বলে ১৪ রান। এরপর হাসান আলীর বলে এলবি হওয়ার আগে আরেক ওপেনার সাদমান করে যান ১৪ রান। তিনি অবশ্য বল খেলেছেন ২৮টি।
এরপর মুমিনুল বিদায় নেন ৬ রানে। তারপর আউট নাজমুল হোসেন শান্ত। তিনিও ১৪ রানে বিদায়। তিনি বল খেলেছেন ৩৭টি।
এতো গেল তিন ব্যাটসম্যানের ১৪ রানের কথা। আরো দুটি ১৪ আছে। আর তা হলো জুটিতে। ওপেনিং জুটিটা ১৯ রানে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ও শান্ত করেন ঠিক ১৪ রান। ২১ বলে। এরপর মুমিনুলের সাথে তৃতীয় উইকেটে শান্তর জুটিও ১৪ রানের। তবে এই জুটি বল খেলেছে ৪৩টি।