• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

মিসরে তিন হাজার বছরের প্রাচীন সেই রাজপথ ফের উন্মুক্ত

অনলাইন ডেস্ক / ৩৯০ Time View
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিসরের লাক্সরে তিন হাজার বছরের পুরনো ‘অ্যাভিনিউ অফ স্ফিংস’ নামের রাস্তাটি আবার চালু করা হয়েছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।
ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেওয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা