• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিপিএম পদক পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ পুলিশ সপ্তাহ-২০২৫ এ “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকের জন্য মনোনীত হলেন সিএমপি কমিশনার  পরিস্থিতি মোকাবিলায় মোদিকে আহ্বান কংগ্রেস সভাপতির : কাশ্মীর হামলা  ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে’তে শুনানি : গাজায় ত্রাণ প্রবেশে বাধা ভারতের কাশ্মীরে আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি বন্দর বিস্ফোরণের জন্য দায়ী ‘গাফিলতি’ : ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আফ্রিদি দোষারোপ মানতে পারছেন না  অসমাপ্ত ফাইনাল আজ : ফেডারেশন কাপের  দর্শক শূন্যতায় মলিন গ্যালারি, চট্টগ্রাম টেস্ট : ফ্রিতেও আগ্রহ নেই সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন- ওসি আফতাব উদ্দিন

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ,লীগের ভরাডুবি, ১টি পদ ছাড়া বাকি১০ টি পদেই বিএনপি জয়ী

Reporter Name / ৪৭১ Time View
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । নির্বিচনে বিএন পি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয়ী হয়েছে। নির্বাচনে১টি পদ ছাড়া সভাপতি ও সম্পাদক পদসহ বাকি ১০টি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট মোঃ রফিকুল ইসলাম তালুকদার (তরুণ) ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি)পেয়েছেন ৮১ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী।অ্যাড ,শাহ-নুর রহমান (শাহীন )১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন. তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত
প্রার্থী অ্যাড,আফজাল হোসেন পেয়েছেন ৭৭ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাড,মোঃ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও মহাজোট ঐক্য পরিষদ প্রার্থী অ্যাড, মোঃ খলিলুর রহমান মন্ডল, অর্থ সম্পাদক পদে অ্যাড,এ কে এম আবু সুফিয়ান (পলাশ ),প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাড,রিনাত ফেরদৌসি (রিনি),আপ্পায়ন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাড,মোঃ মামুনুর রশিদ, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাড, আব্দুল মমিন হামিদুল এবং সদস্য অ্যাড শহিদুল ইসলাম (৩)অ্যাড গোলাম মওদুদ শাহরিয়ার এবংনূরে আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। রাতে ফলাফল ঘোষণা করা হয়।১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা