একটি গণমাধ্যমের সঙ্গে ছেলে জয়কে নিয়ে কথা বলতে গিয়ে শাকিব প্রশ্নে তিনি এসব কথা বলেন। এদিকে ছেলে জয়কে নিয়ে এ নায়িকা বলেন, আমিই জয়ের মা, আমিই বাবা। ওর সবটুকু আবদার আমার কাছেই। পৃথিবীর সবকিছু একদিকে অন্যদিকে জয়। তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা। তিনি বলেন, সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, “আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, তারচেয়ে বিদেশে চলে যান। অনেক আরামে থাকবেন।” কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম। নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার। অপু বিশ্বাস অভিনীত ৪টি সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘ছায়াবৃক্ষ’, ‘ঈশা খাঁ’ এবং কলকাতার ‘শর্টকাট’ মুক্তির অপেক্ষায় রয়েছে।বর্তমানে তিনি শুটিং করছেন ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমায়।