বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা ৩নং ওয়ার্ডে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউপি সদস্য হিসেবে মাওলানা বজলুর রহমান নির্বাচিত হওয়ায় শূভেচ্ছা ও অভিন্দন জানিয়েছে এলাকাবাসী। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। পরিশেষে ভোট গননা শেষে তিনি নির্বাচিত হন। এরপর সমর্থকরা তাদের পছন্দের নবনির্বাচিত ইউপি আনন্দ উল্লাস সদস্যকে নিয়ে ভোট কেন্দ্রের সামনে স্কুল মাঠে দীর্ঘক্ষন উল্লাস করে। নির্বাচনের পরের দিন নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান তার সমর্থকদের নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত সভায় নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান, এলাকাকে ঢেলে সাজাতে প্রথমে মাদক সন্ত্রাস মূক্ত করার লক্ষে সাধারনদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও কালিহাতা গ্রামকে মডেল এলাকায় রুপান্তিরিত করার লক্ষে তিনি জনসেবায় নিরলসভাবে নিয়োজিত থাকার অঙ্গীকার করেন এবং সমাজের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।