খোয়াই নদীর প্রশ্চিমে আশ্রাব পুর মৌজায় অবস্থিত ১নং খতিয়ানের ৪২৩ ও ৪২৪ দাগের ৩৮ ফুট প্রস্থ,৪৯৮ ফুট দৈর্ঘ, দুই দাগে মোট ৪৫ শতাংশ জমি জবর দখল কারীদের নিকট থেকে উদ্বার করে স্থানীয় বিশগাঁও ভূমি অফিসকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধার কৃত জমির দখলদারদের ফলানো ফসল ছিচ করা হয়। উক্ত জমিতে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে যেকোনো চাষাবাদ ও দখলদারি নিষিদ্ধ করা হয়। এ সময় স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার এসআই হিমন আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ সহ উত্তরাংশের জমির মালিক খুশেদ আলম,দক্ষীনাংশের, আবদাল আনসারী গং একাধিক গন মাধ্যম কর্মি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, এটি ছিলো সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের একটি অংশ। অবৈধ দখলবাজদের কাছ থেকে ভূমি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।