সাভারের ১১টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে প্রার্থী বদল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই তিন ইউনিয়নে এসেছে নতুন মুখ। এদের মধ্যে আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতবারের স্বতন্ত্র প্রার্থীও এবার নৌকা প্রতীক পেয়েছেন। ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোহেল রানা, আশুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, ইয়ারপুরে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার, বিরুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ, ভাকুর্তা ইউনিয়নে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিন বাজার ইউনিয়নে গতবারের স্বতন্ত্র প্রার্থী রকিব আহমেদ, পাথালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ান, কাউন্দিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেছের আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বাদ পড়েছেন আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন (৬ ছাত্র হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি)। কাউন্দিয়ার চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত গতবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হন। এবার তিনি মনোনয়ন হারিয়েছেন। ভাকুর্তার চেয়ারম্যান আনোয়ার হোসেন বিতর্কিত হওয়ায় ছিটকে পড়েন। তিনি তৃণমূল থেকে বিচ্ছিন্ন ছিলেন।