বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৮ হাজার ১১ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। গতকাল যেখানে ছিলো ১ দশমিক ৪৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। যারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের ৫ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। বিভাগওয়ারী বিশ্লেষনে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।