আফগানিস্তানে তালেবানের প্রথমবারের মতো ক্ষমতারোনের সময়টাতে ব্রিটেনে মা ও তিন ভাইবোনের সঙ্গে যুক্তরাজ্যে আশ্রয় নেন রেহানা। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে।
চলতি বছরের আগস্টে আফগানিস্তানে ফের ক্ষমতায় এসেছে তালেবান। আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোটের মিত্ররা। তাদের সঙ্গে হাজার হাজার আফগানও দেশ ছেড়েছেন। ব্রিটেনে যেসব আফগান আসার জন্য আবেদন করেছিলেন তাদের অনেককে সহায়তা দিয়েছেন রেহানা।