সোমবার সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, ‘আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাকে ভয় দেখাবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন। পূর্বে যারাই খারাপ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি।’ বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আজকের তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই তরুণদের পড়াশোনা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের জেগে উঠতে হবে। আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া।’ জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি তানিয়া রব বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদের আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি। দিতে পারলে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করত।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. রাহমান চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান শহীদুল ইসলাম মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি রোকনুজ্জামান মনি ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অনিক আহমেদ। এর আগে গবিসাস কার্যালয়ের দেয়ালে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার ফিচার সংবলিত ‘একখণ্ড বাংলাদেশ’ উদ্বোধন করা হয়।