প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ‘নির্দয় এবং নিষ্ঠুর আচরণ’ খালেদা জিয়া কখনো করেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। এই বিনপি নেতা বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করেছেন আইনি প্রক্রিয়ায়। যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যাকে করেছে। যাদের নামে অভিযোগ আছে, তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে, তারা মুক্ত হয়ে যায়। নূর হোসেন বাবুকে প্রকাশ্য দিবালোকে যারা হত্যা করেছে, রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দিয়েছেন। এই হচ্ছে আইনি প্রক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘জনগণ বলে এটি আইনি প্রক্রিয়া নয়। যদি কোনো জজ নিরপেক্ষ রায় দেন তাকে দেশ ছেড়ে পালাতে হয়। মোতাহের হোসেন একটি রায় দিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাতে খালাস পেয়েছিলেন। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে বিচারক রায় দিয়েছেন, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। তাকে উচ্চ আদালতের বিচারপতি করা হয়েছে।’ জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার সঙ্গে র্যাব-পুলিশ। তার সঙ্গে জনগণ নেই। তিনি যদি জনগণের নেত্রী হতেন তাহলে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে ধুঁকে ধুঁকে মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে যেতেন না। এর জন্য একজন দায়ী, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ ‘আপনি মনে করছেন অনেক নিরাপদে আছে। চারিদিকে নিরাপত্তা বেষ্টনী, এসএসএফ—বিএনপি আর কী করবে। আমি শেখ হাসিনাকে বলি, আপনি যত নিরাপত্তা দেখছেন আপনার চারপাশে, এই নিরাপত্তা আসলে নিরাপত্তা নয়। বেহুলার বাসর ঘরের মতো কোথায় যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়েই আপনার সামনে হাজির হতে পারি আপনার কাছে পরোয়ানা নিয়ে।’ ‘আপনি মনে করেছেন খালেদা জিয়ার কিছু হয়ে গেলে আপনি নিরাপদ। আপনার সামনে কোনো কাঁটা থাকলো না। আপনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, যত বিচার বহির্ভূত হত্যা করিয়েছেন—আপনি মনে করবেন না আপনি নিরাপদে আছেন। অনেক কাঁটা তৈরি হচ্ছে আপনার চারিদিকে, আপনি হয়তো টের পাচ্ছেন না। এই কাঁটা আপনি ডিঙ্গোতে পারবেন না।”গতকাল চিকিৎসকরা বলেছেন, তিনি (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা কখনো করেননি। তার প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না। জনগণ প্রস্তুত হচ্ছে, রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূর সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়া জন্য।’ ‘যারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে তারা বিজয়ী হবেই। হয়তো অনেক রক্ত ঝরবে, কিন্তু অবশেষে আমরাই জিতব,’ যোগ করেন রিজভী।