তবে যেই ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের বহুদিনের রোগে পরিণত হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে আরও একবার হতাশ করতে পারে মাহমুদউল্লাহ রিয়াদদের। যদিও এই কয়েক মাসেই ব্যাটারদের উন্নতি করতে হবে বলে মনে করেন টাইগার কপ্তান। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত একাডেমি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। তার মতে, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের ধারাবাহিকতা থাকলেও ব্যাটিংয়ে তা নেই। আসন্ন বিশ্বকাপের আগে তাই এই জায়গায় দলের উন্নতি আশা করেন তিনি। কন্ডিশন হিসেবে অস্ট্রেলিয়া একটি ভিন্ন পরিবেশ। যেখানে বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিষয়টাকে সহজভাবে নিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘এটা নির্ভর করে আমরা কি রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি। আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে ইন শা আল্লাহ আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।’ তিন ফরম্যাটের মধ্যে টি-টোয়েন্টিকেই জটিল মনে করেন রিয়াদ। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এখানে সব সময় আস্কিং রেট অনেক বেশি থাকে। চাপ থাকে, আশা থাকে। চাপ সব সময় থাকবে। দিনশেষে অনেক সময় আমরা করতে পারি, আবার করতে পারি না। আমরা যদি আমাদের রেজাল্ট হোক বা পারফরম্যান্স হোক যদি আমরা একটু কনসিসটেন্স হই তাহলে আমাদের উপর ওই আস্থাটাও বাড়বে।’