বর্তমানে এই পুলিশ কর্মকর্তা রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নিয়ে আসা হয়। িএ ঘটনায় আসামি হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান। শ্বশুর আতিকুর রহমানের দায়ের করা মামলায় শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে এই মামলা দায়ের হয়। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, স্ত্রী রুপসী দেওয়ানের অভিযোগ, ইফতেখার আল-আমিন একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় যুক্ত। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। রুপসী দেওয়ান জানান, স্বামীর পরকীয়ায় ক্ষুদ্ধ হয়ে তিনি পুরুষাঙ্গ কেটেছেন। পুলিশ তাকে আটক করার পর বাসার ময়লার ঝুড়ি থেকে খণ্ডিত পুরষাঙ্গ বের করে দেন এবং ঘটনার স্বীকার করেন।