শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ইংল্যান্ডের পাঁচ পয়েন্টও কেটে নিয়েছে আইসিসি। ম্য়াচ রেফারি ডেভিড বুন এই শাস্তি দিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ কাটা হয় প্রতি ওভারের জন্য। দল নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে তার দায় বর্তায় খেলোয়াড়দের ওপরেই। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটি করে পয়েন্ট কাটা যায়। গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশন বিলম্বিত হওয়ায় ৯৮ ওভার বল করার জায়গায় ইংল্যান্ড ৮৪ ওভার বল করেছে শুধু। এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার জানিয়ে দিয়েছে যে,পার্থে নয় হোবার্টের বেলেরিভ ওভালে হবে চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। আগামী ১৪-১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র তাসমানিয়া দেখবে অ্যাশেজের দ্বিতীয় দিন-রাতের টেস্ট। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে হবে সিরিজের প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট।