সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের ছবির পর এবার গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন নবদম্পতি।
আজ শনিবার গায়ে হলুদের ছবি প্রকাশের পরপরই তাই ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে হলুদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভিকি ও ক্যাটরিনা লিখেছেন, শুকর, সবর ও খুশি। গায়েহলুদে আইভরি রঙের লেহেঙ্গা পরেছেন ক্যাটরিনা। ফুলের গয়নায় সেজেছেন নায়িকা। সাদা কুর্তা ও ধুতিতে সেজেছিলেন ভিকি।