অপহরণের শিকার ওই ফুটবলারের নাম আপ্রু মং। তিনি রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মংসিউটি মং। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় থংজমা পাড়া থেকে তিনি অপহরণের শিকার হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার চুইসা চিং জানান, শুক্রবার রাত ১০টার দিকে আপ্রু মং বাড়ি ফিরছিলেন। এসময় পাশের বাড়িতে পারিবারিক কলহের শব্দ শুনে ওই বাড়িতে যান। সেখান থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার দুপুর ২টায় সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়া পেয়ে তিনি বাড়িতে পৌঁছান।