আজ শনিবার সকালে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতার কবরে ফুল দেওয়া হয়। খন্দকার মোশাররফ বলেন, ‘গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আমরাও পালন করেছি। বিশ্ব মানবাধিকার দিবসে গণতান্ত্রিক দেশ আমেরিকা থেকে একটি ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান র্যাব সম্পর্কে এবং একটি নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেই দেশে প্রবেশের নিষেজ্ঞাধা জারি করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য।’ বিএনপির এই নেতা বলেন, ‘আমেরিকার গণতান্ত্রিক সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, তারা মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়। আমরা কিন্তু বারবার বলেছি, গত এক যুগ ধরে বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। একটি দল গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য সারা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে ভূলণ্ঠিত করছে।’