• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএ’র নির্বাচন অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোক প্রকাশ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্র ছায়ায় এয়ার মোহাম্মদের বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ : আমি আমার জন্য ভোট চাইতে আসিনি আমি ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছি–মোবাশ্বের আলম ভুঁইয়া আওয়ামী সরকার আমলে মানুষের অধিকার হরণ হয়েছিল, গণতন্ত্র ধ্বংস হয়েছিল- ওয়াকিল হোসেন (বগা) চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, মুমূর্ষু অবস্থায় শাশুড়ি

আগেরবার সর্বাধিক ভোট পাওয়া আলেকজান্ডার এবার হেরে গেলেন শাহনূরের কাছে

Reporter Name / ৩৮৯ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

গতবার শিল্পী সমিতির নির্বাচনে সর্বাধিক ভোট (৩৩৭) পেয়েছিলেন আলেকজান্ডার বো। সেবার তিনি ছিলেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কার্যনির্বাহী সদস্য। এবারের শিল্পী সমিতির নির্বাচনে একই প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন তিনি।

এবার পেয়েছেন গতবারের অর্ধেকেরও কম ভোট (১৫৫)। একই পদে আলেক হেরেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের শাহনূরের কাছে। শাহনূর পেয়েছেন ১৮৪ ভোট। শাহনূর বিজয়ী হয়েছেন ১৮৪ ভোট পেয়ে আগেরবার সর্বাধিক ভোট পাওয়ায় প্যানেলের সদস্যরা ধরেই নিয়েছিলেন এবারও তিনি জিতে যাবেন। তাই কার্যনির্বাহী সদস্য থেকে আলেককে দাঁড় করালেন সাংগঠনিক সম্পাদক পদে। বিজয়ী শাহনূর অবশ্য আলেকের খুবই কাছের মানুষ। একসঙ্গে কয়েকটি ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন তাঁরা। নির্বাচনের আগে ১৩ জানুয়ারি কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে আলেক বলেছিলেন, ‘গতবার আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, এমনি এমনি তো আর পাইনি। মানুষ চেহারা দেখে ভোট দেয় না। কাজ দেখে দেয়। আমি কমিটিতে যখন ছিলাম না, তখনো শিল্পীদের পাশে আমি ছিলাম। ’ আলেকজান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট তবে আগেরবার জিতেছিলেন বলে এবারের প্রতিপক্ষকে দুর্বল ভাবেননি, ‘শাহনূর আমার সহশিল্পী। তাঁর সঙ্গে আমি ‘গিরিঙ্গিবাজ’সহ তিন-চারটা ছবিতে অভিনয় করেছি। তার প্রতি আমার শুভ কামনা থাকবে সব সময়। ’ মার্শাল আর্টে চারবার ব্ল্যাকবেল্ট জয়ী নজরুল ইসলাম স্বপন চলচ্চিত্রে এসে হয়ে গেলেন আলেকজান্ডার বো। ১৯৯৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’ ছবিতে নায়করূপে অভিষেক। এর পর ‘চারিদিকে শত্রু’, ‘ম্যাডাম ফুলি’র মতো ছবিতে অভিনয় করলেও এক সময় বিতর্কিত বেশ কিছু অশালীন ছবির নায়ক হন আলেক। এ কারণে ক্যারিয়ারে বেশিদূর এগোতে পারেননি। তবে শিল্পী সমিতিতে বরাবরই সক্রিয় এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা