৮বারের মোকাবেলায় বাংলাদেশের জয় ৫টি। আফগানদের জয় তিনটি। টি-টোয়েন্টি ও টেস্টে অবশ্য এগিয়ে আফগানিস্তান। এবার ওয়ানডেতেও সেই ভারসাম্য আনতে চায় সফরকারীরা। জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করতে প্রত্যয়ী আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। চট্টগ্রামের ভেন্যু বাংলাদেশের জন্য পয়মন্ত। তবে এই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ের স্মৃতিও আছে আফগানদের। আর সেটা একমাত্র টেস্টে। ওয়ানডের আগে আফগান অধিনায়ক স্মৃতি রোমন্থন করলেন। হাসমতউল্লাহ বলেন, হ্যা, অবশ্যই মনে আছে (জয়ের ব্যাপারে)। সেই স্মৃতি বেশ ভালো ছিল। আমরা চেষ্টা করছি আবারো জয় দিয়ে এখান থেকে শুরু করা। আফগানিস্তানের স্পিন অ্যাটাক বেশ। বাংলাদেশের উইকেটও স্পিন সহায়ক। হাসমতউল্লাহ আরও বলেন, আমাদের ভালো স্পিন বিভাগ রয়েছে। আবার এখানকার উইকেটও স্পিনের জন্য সহায়ক। আমি খুবই আশাবাদি ভালো কিছু করার ব্যাপারে। ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দুরন্ত। তা ভালোমতোই জানেন হাসমতউল্লাহ। তিনি বলেন, পুরো দল সম্পর্কেই আমরা জানি। তবে এ দলের ভেতরের বিষয় আমরা কিভাবে পরিকল্পনা করছি। সবার জন্যই প্লান করছি। তারা (বাংলাদেশ) শক্তিশালী যেমন, তেমন তাদের দুর্বলতা সম্পর্কেও জানি আমরা।