কেউ কেউ ঈর্ষাও করেন। কয়েক দিন আগে অভিনেতা অর্জুন কাপুর আলিয়ার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাজমহলের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তিনি আলিয়াকে ট্যাগ করে লিখেছেন— তার প্রেমিক রণবীর তার পরিবর্তে আমার সঙ্গে ঐতিহাসিক স্মৃতিসৌধে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সম্প্রতি আলিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। ওই সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, তাকে রাগানোর জন্য ছবিটি শেয়ার করেছেন অর্জুন। অভিনেত্রীকে আরও জিজ্ঞাসা করা হয় যে, রণবীরকে নিয়ে শিগগিরই তাজমহল দেখার পরিকল্পনা করছেন কিনা। উত্তরে আলিয়া বলেন, হা হা হা অর্জুন একটি কার্টুন। রণবীর এখন ফিরে এসেছে, তাই তাজমহল দেখার কোনো পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, আমি সত্যিই সেই ছবিটির মতো। এটি একটি মিষ্টি ছবি। গত সপ্তাহে চলচ্চিত্র নির্মাতা লাভ রঞ্জনের বিয়েতে আগ্রায় থাকা অর্জুন কাপুর এবং রণবীর কাপুর একসঙ্গে তাজমহল দেখেছিলেন। পোস্টটি শেয়ার করে অর্জুন লিখেছেন— যখন রণবীর কাপুর তাজমহাল দ্বারা অনুপ্রাণিত হয়েই শিল্পী আবির্ভূত হন। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া রাকুল প্রীত সিং নামে একজন লিখেছেন— হা হা হা, অবশেষে তোমরা দুজনেই তাজ দেখেছ। যার উত্তরে অর্জুন কাপুর লিখেছেন— হ্যাঁ, তিনি আলিয়ার সঙ্গে যাওয়ার পরিবর্তে এটি প্রথম আমার সঙ্গে দেখেছিলেন।