রবিবার (২৭ ফেব্রুয়ারি) ধর্মশালায় নিয়মরক্ষার ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া। ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবার ভারতকে জয়সূচক রানে পৌঁছে দেন শ্রেয়াস-জাদেজা জুটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে শ্রীলঙ্কা। মাত্র ১৬.৫ ওভারেই সেই রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৭৩ রানে অপরাজিত শ্রেয়াস। ২২ রানে নট আউট জাদেজা। বিরাট কোহলি ছুটিতে থাকায় সুযোগ পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। সুযোগ কাজে লাগালেন তিনি। তিন ম্যাচেই অর্ধশতরান করে দলকে জেতান এই ব্যাটার। সিরিজে মোট ২০৪ রান করেছেন। তিনবারই অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়স। যা দেখে উল্লসিত হবে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। আর কয়েকদিন পরেই শুরু আইপিএল। তাদের নতুন নেতার দুর্ধর্ষ ফর্মে ক্যাশ রিচ টুর্নামেন্ট জেতার স্বপ্ন বুনবেন কেকেআর। এদিকে রোহিত শর্মা জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়াররা সফল হওয়ায় বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমাররা ফিরলে দল নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচকরা। এদিন, টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুতেই বিপত্তি। শূন্য রানে ফিরে যান গুণাথিলাকা। এরপর লঙ্কার ব্যাটিংয়ে ধস নামে। নিসঙ্কা (১), আসালঙ্কাকে (৪) ফিরিয়ে দেন আবেশ খান। রান পাননি লিয়ানেজও (৯)। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এখান থেকে দলকে টেনে তোলেন দাসুন শানাকা। গত শনিবার বিধ্বংসী ইনিংস খেলেছিলেন লঙ্কার অধিনায়ক। এদিন সেই মেজাজে না পাওয়া গেলেও আরও একটি অধিনায়কোচিত ইনিংস উপহার দেন। ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৪ রান করেন শানাকা। লঙ্কার নেতার ব্যাটে ভর করে কিছুটা হলেও ভদ্রস্থ রানে পৌঁছয় শ্রীলঙ্কা। তাকে খানিকটা সাহায্য করেন চান্দিমাল (২২)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। মাত্র ৫ রানে ফিরে যান রোহিত। ঈশান কিশানের জায়গায় ভারতের নেতার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। শুরুটা ভাল করলেও ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর বাকিটা শ্রেয়াস আইয়ার শো। তাকে সঙ্গত দেন দীপক হুডা (২১) এবং জাদেজা (২২)। আগের দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেও এদিন ছয়ে নেমেছিলেন জাদেজা। পাঁচে নেমে রান পাননি ভেঙ্কটেশ আইয়ার (৫)। দ্বিতীয় টি-২০ ম্যাচের মতো এদিনও বাকি কাজটা শেষ করেন শ্রেয়াস-জাদেজা জুটি। ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।