• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

ফার্স্ট লুকে প্রথম বাংলা সিনেমা

বিনোদন ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোন বাংলা সিনেমা হিসাবে দেখানো হচ্ছে, কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’।

সিনেমটি এমন এক সেগমেন্টে স্থান পেয়েছে যেখানে সিনেমাগুলাকে বলা হচ্ছে, ‘আর্টিসটিক মাস্টারপিস’। মমি’র ওয়েবসাইটের ভাষায়, বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক সিনেমাগুলো হয়েছে, সেগুলো আর্টিসটিক মাস্টারপিস। এসব সিনেমা দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে। মমি’র ফার্স্ট লুক একটি নন-ক¤িপটিটিভ ফেস্টিভ্যাল, যেখানে মাত্র ১৮টা ফিচার ফিল্ম দেখানো হবে, যার উদ্বোধনী সিনেমা ২০২১-এর কানে ক্যামেরা দ্য’র বিজয়ী সিনেমা ‘মুরিনা’ আর ক্লোজিং সিনেমা লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী ‘ব্যালকনি’। এসব সিনেমার মধ্যে একমাত্র নির্বাচিত সিনেমা কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…।’ উল্লেখ্য, গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত এবং পৃথিবীর সুন্দরতম থিয়েটার আমস্টারডামের তুসান্সকিতে বিশ্ব অভিষেক হয়েছিলো সিনেমাটির।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা