তবে ট্রাকে দ্রুত পণ্য শেষ হয়ে যাওয়ায় অনেকেই খালি হাতে ফিরে যেতে হয় বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এ অবস্থায় ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধির দাবি তাদের। চলতি মাসের ৬ তারিখ থেকে রাজধানীতে শুরু হওয়া এ কার্যক্রম ২৪ মার্চ পর্যন্ত এবং ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দুই পর্বে চলার কথা রয়েছে। আর ১৫ মার্চ থেকে সারা দেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে ফেব্রুয়ারির তুলনায় গত ফেব্রুয়ারিতে মোটা চালের দাম ৩২ শতাংশ, সরু চাল ২৮, বোতলজাত সয়াবিন তেল ৫৫, খোলা সয়াবিন তেল ৮২, মোটা দানার মসুর ডাল ৬৩, চিনি ৩২, ব্রয়লার মুরগি ২১, খোলা আটা ২২ ও এলপি গ্যাসের দাম ১৮ শতাংশ করে বেড়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারির চেয়ে গত মাস ফেব্রুয়ারিতে চাল, তেল, ডাল, মুরগি, তরলীকৃত পেট্রোলিয়াম বা এলপি গ্যাসের দাম বেড়েছে ১৮ থেকে ৮২ শতাংশ পর্যন্ত। ডিজেলের দাম বাড়ায় বাস ও লঞ্চভাড়া একলাফে বেড়েছে ২৭ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। ইউক্রেনে রুশ হামলার পরে কয়েকটি নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সামনে পবিত্র রমজান মাস। এরই মধ্যে সয়াবিন তেল নিয়ে বাজারে সংকট তৈরি হয়েছে। নতুন করে সরকার গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে সামনের দিনগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগ কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে দুশ্চিন্তা সাধারণ মানুষের।